মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
কয়েকজন রিপাবলিকান নেতা বাইডেনকে অভিনন্দনও জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ম অনুযায়ী এখনই প্রতিদিনকার গোপনীয় গোয়েন্দা ব্রিফিং সরবরাহ করা উচিৎ বলে মন্তব্য করেছেন, ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র লিন্ডসে গ্রাহাম। তার সঙ্গে একমত পোষণ করেছেন চাক গ্রাসলে, জন করনিন এবং জন থুনে।
যদিও নির্বাচনে বাইডেনের জয় মানতে এখন পর্যন্ত অস্বীকৃতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ১০ থেকে ২০ জন রিপাবলিকান নেতা বাইডেনকে অভিনন্দনও জানিয়েছেন। তবে কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান নেতাই ট্রাম্পের পক্ষে রয়েছেন।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে এরইমধ্যে বেশ কিছু মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার টিম এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি। বৃহস্পতিবার ডেমোক্র্যাট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, এই অযৌক্তিক সার্কাসের অর্থ করোনা মহামারি অবহেলা করা হয়েছে।সূত্র ডিবিসি নিউজ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।