মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
করোনাক্রান্তিতে দেশে ফিরে দুই স্ত্রী নিয়ে বেশ বিপদেই পড়লেন কুয়েত ফেরত প্রবাসী মাইনুল। তাকে বরণ করতে দু’জনই হাজির বিমানবন্দরে। কিন্তু কার সাথে যাবেন তিনি? এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হলো ঝগড়া। আর সেটি থামাতে এগিয়ে আসতে হলো বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা। ঘটনা মঙ্গলবারের, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।
কুয়েত ফেরত প্রবাসী মাইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। ১ম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন। সেই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিক ভাবে ২য় বিয়ে করেন ১ম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই। ২য় প্রবাসী মাইনুল এয়ারপোর্টে নামতেই দুই স্ত্রীর তাকে নিয়ে টানাটানি, পরে এয়ারপোর্ট পুলিশের সহায়তায় তাদের ৩ জনকেই থানায় নেয়া হয়।
সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।