শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো (জাতীয় মজুরি স্কেল-২০১৫) অনুযায়ী মজুরি স্লিপ (পে-স্লিপ) দেয়া হবে বলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিকরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেন।
গত বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) পাটমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পাটকলের শ্রমিকদের আগামী ১৫ দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেয়া হবে। তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের জন্য বলেছি। তারা আমাদের কাছে চিঠি চেয়েছে। আমরা চিঠি দিয়েছি, তারা অনশন প্রত্যাহার করেছেন।’
এরপর বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ জানান, আজ আলোচনা অনুযায়ী অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, এবং ১৬ তারিখের মধ্যে পে-স্লিপ বুঝিয়ে দিতে হবে।এই সময়ের মধ্যে না পেলে পরবর্তীতে কিছু ঘটলে এর দায় তারা নেবেন না।
উল্লেখ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।